নিজস্ব প্রতিনিধিঃ গত রবিবার তেজগাঁও ঢাকা কর্তৃক শহর সমাজ সেবা কার্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরন করেন,শহর সমাজসেবা কার্যালয়- ০৭ এর সমাজ সেবা অফিসার কামরুন নাহার আরজু । চেক বিতরন অনুষ্ঠান এর সহযোগিতা করেন ,অফিস সহকারি মোঃ দেলোয়ার হোসেন । গত ২০২১ – ২০২২- অর্থ বছরে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ শহর সমাজসেবা কার্যালয়-৭এর অধিনে মোট ৭টি সেচ্ছাসেবী সংগঠন অনুদানের চেক পেয়েছে। প্রতিটি সংগঠনকে ৩১৫০০/- টাকা করে চেক প্রদান করে। ৭টি স্বেচ্ছাসেবী সংগঠন হলো ০১। রাজিত ওয়েলফেয়ার ফাউন্ডেশন ০২। স্বর্ণা মাতৃ মঙ্গল সমাজ উন্নয়ন সংস্থা ০৩। গ্রামীন সমাজ উন্ন্ধসঢ়;য়ন পরিষদ ০৪। অগ্রগামী প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থা ০৫। প্রতিবন্ধী কল্যাণ সংহতি ০৬। বিউটিফুল মাইন্ড ০৭। আলোকিত পথ । ছবিতে শহর সমাজসেবা কার্যালয়-০৭এর সমাজ সেবা অফিসার কামরুন নাহার আরজু, অনুদানের চেক তুলে দিচ্ছেন মোঃ ইসমাইল হোসেন মোল্লার হাতে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গ্রামীন সমাজ উন্নয়ন পরিষদ। ()