গ্রামীন সমাজ উন্নয়ন পরিষদ গ্রাসউপ স্বাস্থ্য সেবা কর্মসূচী ২০২২-২০২৩
December 27, 2022গ্রাসউপ সেলাই শিক্ষা প্রশিক্ষণ প্রকল্পের অধীনে গরীব মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন
February 3, 2023নিজস্ব প্রতিনিধিঃ গত রবিবার তেজগাঁও ঢাকা কর্তৃক শহর সমাজ সেবা কার্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরন করেন,শহর সমাজসেবা কার্যালয়- ০৭ এর সমাজ সেবা অফিসার কামরুন নাহার আরজু । চেক বিতরন অনুষ্ঠান এর সহযোগিতা করেন ,অফিস সহকারি মোঃ দেলোয়ার হোসেন । গত ২০২১ – ২০২২- অর্থ বছরে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ শহর সমাজসেবা কার্যালয়-৭এর অধিনে মোট ৭টি সেচ্ছাসেবী সংগঠন অনুদানের চেক পেয়েছে। প্রতিটি সংগঠনকে ৩১৫০০/- টাকা করে চেক প্রদান করে। ৭টি স্বেচ্ছাসেবী সংগঠন হলো ০১। রাজিত ওয়েলফেয়ার ফাউন্ডেশন ০২। স্বর্ণা মাতৃ মঙ্গল সমাজ উন্নয়ন সংস্থা ০৩। গ্রামীন সমাজ উন্ন্ধসঢ়;য়ন পরিষদ ০৪। অগ্রগামী প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থা ০৫। প্রতিবন্ধী কল্যাণ সংহতি ০৬। বিউটিফুল মাইন্ড ০৭। আলোকিত পথ । ছবিতে শহর সমাজসেবা কার্যালয়-০৭এর সমাজ সেবা অফিসার কামরুন নাহার আরজু, অনুদানের চেক তুলে দিচ্ছেন মোঃ ইসমাইল হোসেন মোল্লার হাতে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গ্রামীন সমাজ উন্নয়ন পরিষদ। ()