Как Работают Точки Пивот Pivot Point В Трейдинге
January 14, 2023
গ্রামীন সমাজ উন্নয়ন পরিষদের উদ্দ্যোগে হিজলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গরীব-মেধাবী ছাত্র-ছাত্রীদের মাধে ফ্রি শিক্ষা উপকরণ খাতা ও কলম বিতরণ করা হয়েছে।
February 24, 2023গত ৫ই ডিসেম্বর গ্রামীন সমাজ উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন মোল্লা, গ্রাসউপ সেলাই শিক্ষা প্রশিক্ষণ প্রকল্পের অধীনে গরীব মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন করেন। প্রশিক্ষনার্থী সাথী সেলাই কাজ ভাল পারায় তাকে সিঙ্গার কোম্পানী সেলাই মেশিন প্রদান করা হয়। জাতীয় সমাজ কল্যান পরিষদের অনুদানে অর্থে সেলাই মেশিন ক্রয় করে বিতরন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীন সমাজ উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন মোল্লা। কার্যনিবাহী সদস্য নাছিমা আক্তার, খাদিজা বেগম, হালিমা আক্তার ও রফিকুল ইসলাম প্রমুখ।
()


