গ্রামীন সমাজ উন্নয়ন পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য

গ্রামীন সমাজ উন্নয়ন পরিষদ (গ্রাসউপ) একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী মানব কল্যাণমুখী সংস্থা। গ্রামীন সমাজ উন্নয়ন পরিষদের কার্যক্রম শুরু হয় উত্তরখান থানাধীন কাঁচকুড়া বাজার কার্য্যালয় থেকে ১৯৯৮ইং সালে। সংস্থাটি ঢাকা জেলা সমাজসেবা কায্যালয় থেকে রেজিষ্ট্রেশন হয় ১৯৯৯ইং সালে, যার রেজিঃ নং- ঢ-০৪৪২৬/৯৯। সংস্থাটি প্রতিষ্ঠালগ্ন থেকে দারিদ্র জনগোষ্ঠির কল্যাণে সেবামূলক কাজ করে আসছে। অত্র প্রতিষ্ঠানটি ১৯৯৮ইং সাল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত সুনামের সহিত মানবসেবামূলক কাজ করে যাচ্ছে। অত্র প্রতিষ্ঠানটি দুঃস্থ ও অসহায় মানুষের কল্যাণে সেবামূলক কাজ করে যাচ্ছে। সোনার বাংলাদেশ গড়তে গ্রামগঞ্জের অসহায় ও দুঃস্থ মহিলাদের সেলাই, ব্লক, বাটিক সহ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

গ্রামীণ সমাজ উন্নয়ন পরিষদ এর আয় বর্ধনশীল কর্মকান্ড

বাস্তবতার নিরীক্ষে গ্রামীণ সমাজ উন্নয়ন পরিষদ “গ্রাসউপ” মহিলাদরে সার্বিক কল্যানে বিশ্বাসী একটি অন্যতম সংগঠন। প্রথম দিকে মূলত মা ও শিশুদের স্বাস্থ্য সেবাই ছিল এই সংগঠনের মূল লক্ষ্য এছাড়াও জীবনযাত্রা মান উন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান, পরিবেশনার উন্নয়নকল্পে বিভিন্ন সভা ও সেমিনার সমাজের শিক্ষিত বিপদগামী যুবক সহ সকলকে বিনামূল্যে প্রশিক্ষন প্রদানের মাধ্যমে পূনবাসন প্রক্রিয়ায় সাহায্য প্রদান। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় যে, শুধু স্বাস্থ্য সেবা এবং অন্যান্য সকল বিষয়ে পরামর্শ দান সাপেক্ষে জীবন যাত্রার মান উন্নয়ন সম্ভব নয় সব দুঃস্থ অসহায় মহিলাদের অর্থনৈতিক কর্মকান্ডের সংগে সক্রিয়ভাবে যুক্ত করে শক্তিশালী করতে পারলে জীবন যাত্রার মান উন্নয়ন সম্ভব ভেবেই “গ্রাসউপ” অর্থনৈতিক কর্মকান্ডের কিছু পরিকল্পনা হাতে নেয়। এই প্রকল্পগুলি বাস্তবে রূপ নেওয়া দেওয়া অতি দুরহ হওয়া সত্বেও “গ্রাসইপ” নামের এই ক্ষুদ্র প্রতিষ্ঠানটি নিরলস প্রচেষ্টার মাধ্যমে ছোট ছোট আকারে গড়ে তুলেছে মৎস্য চাষ প্রকল্প, সেলাই শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র, বনায়ন, বৃক্ষরোপন ও নার্সারী প্রকল্প ক্ষুদ্র কুটির শিল্প প্রকল্প এবং হাঁস মুরগী পালন প্রকল্প। এই প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য তৈরী করে তাদেরকে সামান্য পরিমান ঋণ প্রদান করা এবং মহিলাদের অর্থনৈতিক কর্মকান্ডে অংশ গ্রহনের মাধ্যমে সামাজিক অবস্থান সুদৃঢ় করাই হল এর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এই সব কার্যক্রম গ্রহনের ফলে দেখা গেলো প্রকল্প এলাকার গ্রুপ সদস্যরা সমাজে নিজেদের অকাল মৃত্যু স্বামী নির্যাতন পারিবারিক আর্থিক স্বচ্ছলতা, যৌতুকপ্রথাসহ নানা অপকর্ম থেকে মহিলাদের পরিত্রান পাচ্ছে। সুতরাং “গ্রাসউপ” যে, মূল দক্ষ দরিদ্র অসহায় এবং সমাজের অবহেলিত মহিলাদের উন্নত জীবন গঠন করা তার অনেকটা সফলতা পরিলক্ষিত হচ্ছে। শুধু মহিলারাই নয় এলাকার বেকার ও শিক্ষিত ও এই সব প্রকল্পের সাথে যুক্ত রয়েছে বিশেষভাবে উল্লেখযোগ্য। আয় বর্ধেক প্রকল্পের মধ্যে আরও আছে, মার্কেটিং প্রকল্প, বিজ্ঞাপন এজেন্সি(দৈনিক আজকের আলোকিত সকাল) ইত্যাদি।

Photo Gallery