
প্রতিষ্ঠাতা মো: ইসমাইল হোসেন মোল্লা
গ্রামীন সমাজ উন্নয়ন পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য
গ্রামীন সমাজ উন্নয়ন পরিষদ (গ্রাসউপ) একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী মানব কল্যাণমুখী সংস্থা। গ্রামীন সমাজ উন্নয়ন পরিষদের কার্যক্রম শুরু হয় উত্তরখান থানাধীন কাঁচকুড়া বাজার কার্য্যালয় থেকে ১৯৯৮ইং সালে। সংস্থাটি ঢাকা জেলা সমাজসেবা কায্যালয় থেকে রেজিষ্ট্রেশন হয় ১৯৯৯ইং সালে, যার রেজিঃ নং- ঢ-০৪৪২৬/৯৯। সংস্থাটি প্রতিষ্ঠালগ্ন থেকে দারিদ্র জনগোষ্ঠির কল্যাণে সেবামূলক কাজ করে আসছে। অত্র প্রতিষ্ঠানটি ১৯৯৮ইং সাল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত সুনামের সহিত মানবসেবামূলক কাজ করে যাচ্ছে। অত্র প্রতিষ্ঠানটি দুঃস্থ ও অসহায় মানুষের কল্যাণে সেবামূলক কাজ করে যাচ্ছে। সোনার বাংলাদেশ গড়তে গ্রামগঞ্জের অসহায় ও দুঃস্থ মহিলাদের সেলাই, ব্লক, বাটিক সহ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।