The Power of Gratitude in Early Recovery from Addiction
August 2, 2022
শহর সমাজ সেবা কার্যালয়-০৭ এর স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরন
December 29, 2022ডায়াবেটিকস মুক্ত জীবন গড়তে প্রতি শুক্রবার ডায়াবেটিস রুগীদের সেমিনার করার ব্যবস্থা করা হয়েছে।ডায়াবেটিকস মুক্ত জীবন গড়তে স্বাস্থ্য সচেতনতা সহ বিভিন্ন পরামর্শ প্রদান করা হচ্ছে। ভারত থেকে প্রশিক্ষন প্রাপ্ত ডাঃ এস.কে পাপন এর অধীনে ডায়াবেটিকস মুক্ত জীবন গড়তে রুগীদের চিকিৎসা করে যাচ্ছে। গ্রামীন সমাজ উন্নয়ন পরিষদ গ্রাসউপ স্বাস্থ্য সেবা কর্মসূচী ২০২২-২০২৩ স্বাস্থ্যকার্ড বিনামূল্যে রুগীদের মাঝে বিতরন করা হয়েছে। স্বাস্থ কার্ড পেয়ে বহু ডায়াবেটিকস রুগীরা চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হয়েছে। ফাতেমা মেমোরিয়াল মেডিকেল সার্ভিস এন্ড ডায়াগনষ্টিক এর সাথে যৌথ কর্মসূচী গ্রহন করে গ্রাসউপ স্বাস্থ্যসেবা কার্ড বিতরন কার্যক্রম করছে। গরীব রুগীদের কম খরচে চিকিৎসা পেতে ফ্রি স্বাস্থ্য কার্ড প্রদান করা হচ্ছে। গ্রাসউপ স্বাস্থ্য কার্ডধারীরা এক বৎসর পর্যন্ত পরিবারের সকল সদস্য কম খরচে চিকিৎসা করার সুযোগ সুবিধা পাবে। গ্রামীন সমাজ উন্নয়ন পরিষদ গ্রাসউপ প্রতিষ্ঠা লগ্ন থেকে গ্রাসউপ স্বাস্থ্য সেবা প্রকল্প কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। ()

