গ্রামীন সমাজ উন্নয়ন পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য
গ্রামীন সমাজ উন্নয়ন পরিষদ (গ্রাসউপ) একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী মানব কল্যাণমুখী সংস্থা। গ্রামীন সমাজ উন্নয়ন পরিষদের কার্যক্রম শুরু হয় উত্তরখান থানাধীন কাঁচকুড়া বাজার কার্য্যালয় থেকে ১৯৯৮ইং সালে। সংস্থাটি ঢাকা জেলা সমাজসেবা কায্যালয় থেকে রেজিষ্ট্রেশন হয় ১৯৯৯ইং সালে, যার রেজিঃ নং- ঢ-০৪৪২৬/৯৯। সংস্থাটি প্রতিষ্ঠালগ্ন থেকে দারিদ্র জনগোষ্ঠির কল্যাণে সেবামূলক কাজ করে আসছে। অত্র প্রতিষ্ঠানটি ১৯৯৮ইং সাল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত সুনামের সহিত মানবসেবামূলক কাজ করে যাচ্ছে। অত্র প্রতিষ্ঠানটি দুঃস্থ ও অসহায় মানুষের কল্যাণে সেবামূলক কাজ করে যাচ্ছে। সোনার বাংলাদেশ গড়তে গ্রামগঞ্জের অসহায় ও দুঃস্থ মহিলাদের সেলাই, ব্লক, বাটিক সহ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের দুঃস্থ ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাওয়া। প্রতিষ্ঠানটি উত্তরখান, দক্ষিণখান ও উত্তরা এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের কল্যাণে প্রায় চব্বিশ বছর যাবত সুনামের সাথে কাজ করে যাচ্ছে।
সংস্থার কার্যক্রম শুরুঃ
স্বাস্থ্যসেবা, পশু-পাখি, হাঁস-মুরগী পালন, চিকিৎসা কেন্দ্র, সেলাই শিক্ষা, কুটির শিল্প, কৃষি উন্নয়ন প্রকল্প, শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচী, প্রতিবন্ধীউন্নয়ন কর্মসূচী ইত্যাদি।
প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্যঃ
(ক) লক্ষ্য ঃ গ্রামীন সমাজ উন্নয়ন পরিষদ একটি সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান। সামাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষের উন্নয়নের সুফল সম্পর্কে সচেতন করে তোলা যাতে করে গরীব জনগোষ্ঠী সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত সমস্যাবলী সম্পর্কে সচেতন হয়ে জাতীয় উন্নয়নে সক্রিয় ভূমিকা ও অংশগ্রহনের মাধ্যমে এলাকার সমস্যা সমাধানের পথ খুঁজে বের করতে পারে এবং শিশুদের কর্তব্য ও সমমর্যাদাবোধে উদ্বুদ্ধ হয়ে উন্নততর জীবন যাপনের ব্যবস্থা গ্রহণ করতে পারে।
(খ) উদ্দেশ্যঃ
(১) নিরক্ষতার অভিশাস হইতে সমাজকে মুক্ত করার লক্ষ্যে প্রাথমিক/ গণশিক্ষা কার্যক্রম গ্রহণ।
(২) সমাজের অবহেলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে তথা দারিদ্র বিমোচনের লক্ষ্যে ভূমিহীন, বিত্তহীন, প্রান্তিক চাষীদের সমন্বয়ে দল গঠন করে সার্বিক সহযোগিতা করা।
(৩) জনসংখ্যা বিস্ফোরণ রোধকল্পে জন্ম নিয়ন্ত্রণ এবং মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা ও প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কার্যক্রম গ্রহণ।
(৪) মহামারী আকারে বিভিন্ন রোগ বিস্তার রোধের উদ্দেশ্য টিকাদান কর্মসূচী (ঊঞচ), বিশুদ্ধ পানি জল, স্বাস্থ্য সম্মত পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা, স্বল্প ব্যয়ে বাসগৃহ ইত্যাদি কর্মসূচী গ্রহণ।
(৫) আত্মপীড়িত, নির্যাতিত, অবহেলিত, তালাকপ্রাপ্ত মহিলা পূনর্বাসন কর্মসূচী যেমনঃ হস্তশিল্প, কুটির শিল্প, হাঁস-মুরগী, গরু-ছাগল পালন, মৎস্য চাষ, মৌমাছি চাষ ইত্যাদি প্রকল্প গ্রহণ।
(৬) দরিদ্র মেধাবী ছাত্রÑছাত্রীদের শিক্ষা খাতে আর্থিক সাহায্যের জন্য বৃত্তি কর্মসূচী গ্রহণ এবং প্রাইমারী স্কুল স্থাপন।
(৭) বহুমুখী কারিগরী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ প্রদানেরমাধ্যমে স্বাবলম্বী স্থাপন, দুর্দশাগ্রস্থদের সকল প্রকার সার্ভিসের ব্যবস্থা করা।
(৮) প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে বনায়ন কর্মসূচী এবং জ্বালানী কাঠের বিকল্প চুল্লী ব্যবহার কর্মসূচী এবং পরিবেশ দূষণমুক্ত করণ কর্মসূচী গ্রহণ।
(৯) দুঃস্থ এবং এতিম শিশুদের লালন-পালন ও পূনর্বাসন কেন্দ্র ভিক্ষুক পূনর্বাসন কেন্দ্র এবং বৃদ্ধদের আশ্রয় কেন্দ্র স্থাপন।
Our Vision
Grameen Samaj Unnayan Parishad is a purely non-political voluntary organization. Make aware of the benefit of development of poorest class of people so that the poor people by taking conscious active part and proper participation could find the solution of social, economic and environment problems of the locality and take measures to lead a better life by inculcating children’s sense of responsibility and dignity.
Purpose:
- To take primary mass education programs in view to free the society from the scourge of illiteracy.
- For the socio-economic development of the neglected population of the society as well as poverty alleviation adoption of small savings and lending program by forming groups of landless, moneyless, marginal farmers.
- Taking birth control and maternal and child health care and primary health care programs to prevent population explosion.
- Immunization programs (EPT), clean drinking water, sanitary sanitation, low-cost housing, etc., programs are to be taken at preventing the spread of various diseases in epidemic form.
- Undertaking rehabilitation programs for victimized, abused, neglected, divorced women such as handicrafts, cottage industries, duck-pig, cow-goat rearing, fisheries, beekeeping etc.
6. For financial assistance in education of poor meritorious students, adoption of scholarship program and establishment of primary schools.
7. To increase multifaceted technical skills, provide training, make unemployed youth self-reliant, and provide all services to the distressed.
8. Taking afforestation program and alternative fuel wood burning program and environmental pollution prevention program to protect natural balance.
9. Setting of fostering and rehabilitation centers for destitute and orphaned children, beggar rehabilitation centers and shelters for the elderly.